প্রেস বিজ্ঞপ্তি : বরেণ্য রাজনীতিক, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফিংড়ী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার(৭৭) গত ১৪ জুলাই রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি মো. সামছুজ্জামান জুয়েল, জেলা সহ সভাপতি অ্যাড. নর নারায়ন, অ্যাড. নওশের আলী, অধ্যক্ষ সুবোধ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম হেদায়েত, মো. রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক মনোরঞ্জন (কালু) সহ প্রচার সম্পাদক সাংবাদিক মাস্টার শহীদুল ইসলাম, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ মো. আনারুল ইসলাম সহ জেলা ও সকল উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
কৃষকলীগ নেতৃবৃন্দ বলেন, আবুল খায়ের সরদার রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেরও নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর চক্রান্তে ঘাতকের বুলেটের আঘাতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার তৎপরবর্তীতে সাতক্ষীরায় শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরে ছিলেন আবুল খায়ের সরদার। একজন সৎ রাজনীতিক হিসেবে তিনি চিরঞ্জীব থাকবেন সাতক্ষীরাবাসির হৃদয়ে।