Site icon suprovatsatkhira.com

ভোমরা সীমান্তে স্বর্ণের বারসহ নারী চোরাচালানী আটক

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৫শ’ ৯৬ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ একজন নারী চোরাচালানিকে আটক করেছে বিজিবি। বুধবার (১৫ জুলাই) সকালে সীমান্তের ভোমরা বাজার এলাকা থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়। আটক ওই নারীর নাম আছিয়া খাতুন (৬৫)। তিনি শহরের ইটাগাছার ইয়ামুদ্দিনের স্ত্রী।

বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, ‘বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের ভোমরা বাজার থেকে একজন নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫শ’ ৯৬ গ্রাম (৫১ ভরি) ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, ‘স্বর্ণসহ আছিয়াকে বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে। আটক স্বর্ণের দাম ৩৪ লাখ টাকারও বেশি’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version