জুলাই ১৫, ২০২০
বুড়িগোয়ালিনীতে বিনা মূল্যে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১শ’ পরিবারের মাঝে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১ টায় সিডিও ইয়ুথ টিমের কলবাড়ীস্থ প্রধান কার্যালয়ে বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে প্রতি পরিবারে ২ টি মেহগনি, ১ টি কাঞ্চন, ১ টি তেঁতুল, ১ টি কদবেল, ১ টি অর্জুনসহ মোট ৬ টি করে গাছ বিতরণ করা হয়। এ সময় সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলার শাখার সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান, শ্যামনগর উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মাসুম বিল্লাহ, শামীম হোসেন, রাজীব কুমার মন্ডল, তন্ময় জোয়ার্দার, বাদল হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। গাছ বিতরণ প্রসঙ্গে বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল বলেন, ঘূর্ণিঝড় বুলবুল ও সুপার সাইক্লোন আম্পান পরবর্তী উপক‚লীয় এলাকায় ব্যাপক বনায়নের স্বার্থে আমরা ২০ হাজার গাছের চারা বিতরণ এর উদ্যোগ গ্রহণ করেছি। সে লক্ষেই এই কার্যক্রম বাস্তবায়ন করার জন্য সিডিও ইয়ুথ টিম কে দায়িত্ব দিই। তারা সঠিকভাবে ও সুচারুভাবে এই গাছ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। তিনি সিডিও ইয়ুথ টিমের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 8,958,880 total views, 14,630 views today |
|
|
|