Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে জব্দকৃত বাগদার পোনা খোলপেটুয়া নদীতে অবমুক্ত

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে জব্দকৃত বাগদার পোনা খোলপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় নীলডুমুর নৌ পুলিশের ঘাটে খোলপেটুয়া নদীতে আনুমানিক ১ লক্ষ জব্দকৃত বাগদার পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, এএসআই আব্দুল গফুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খোলপেটুয়া নদীতে জব্দকৃত বাগদা পোনা অবমুক্ত করায় স্থানীয় সকলে বুড়িগোয়ালিনী নৌ থানা ও উপজেলা মৎস্য অফিসকে সাধুবাদ জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version