Site icon suprovatsatkhira.com

বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন আর নেই: সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। তিনি শুক্রবার (২৪ জুলাই) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বিশুদ্ধ, সৎ ও নির্ভীক দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আছর তার নিজ গ্রাম সদর উপজেলার নেবাখালীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীন মহান মুক্তিযুদ্ধের সময়ে আত্মঘাতী দলের সদস্য হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version