জুলাই ১৫, ২০২০
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ফিংড়ি প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার (৭৭) আর নেই। (ইন্নালিল্লাহি……রাজিউন)। ফিংড়ী ইউনিয়নের গাভা গ্রামের মৃত: রজব আলী সরদার ও আছিয়া বেগমের বড় পুত্র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের সময় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। তিনি ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধ শুরু করেন। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফিংড়ী ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ভূমিহীন আন্দোলনের প্রাণ পুরুষ ও একজন দক্ষ সংগঠক ছিলেন। বুধবার (১৫ জুলাই) বাদ জোহর গাভা আইডিয়াল কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। 8,956,662 total views, 12,412 views today |
|
|
|