নিজস্ব প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী অঙ্গিকার, গাছ লাগান পরিবেশ বাঁচান’ ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনের উদ্যোগে ইউনিয়নের ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ১৫ হাজার চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রত্যেক পরিবারকে ১০টি করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। ইউপি চেয়ারম্যান জানান, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে’। এ সময় সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/