Site icon suprovatsatkhira.com

প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। ত্রাণ আত্মসাত, বিদ্যুৎ সংযোগ দেয়ার নাম করে অবৈধভাবে অর্থ গ্রহণসহ নানা অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত কাল বৃহস্পতিবার ইউনিয়ন বাসি এ অভিযোগ প্রদান করে।
ইউনিয়ন বাসির পক্ষে শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি আশাশুনি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। গত ঈদে কোন অসহায় দুর্গত কোন মানুষকে এক কেজি চাউলও দেয়া হয়নি। প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতাপনগর ইউনিয়নে বরাদ্ধকৃত নগদ টাকা, শুকনা খাবার, শিশু খাদ্য দুধ শত শত মেট্রিক টন চাল, ঢেওটিনসহ অন্যান্ন ত্রাণ সামগ্রীর সিংহভাগ গরিব মানুষকে না দিয়ে আত্মসাত করেছেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। তিনি ভূয়া মাষ্টার রোল তৈরি করে তার ইউনিয়নে প্রায় ৮ হাজার মানুষকে খাদ্য সহায়তা হিসাবে চাল প্রদান করা হয়েছে বলে মিথ্যা প্রচারনা চালিয়েছেন।
প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী বিনা মূল্যে বিদ্যুতের নতুন মিটার চালু করার ঘোষনা থাকলেও ইউপি চেয়ারম্যান তার নিজস্ব কর্মী ৩ নং ওয়ার্ডের ইব্রাহীম চৌকিদারের ভাই মুকুলের মাধ্যমে মিটার প্রতি ২৩শ’ টাকা করে আদায় করে। টাকা না দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না এমন ভয় দেখিয়ে কয়েক লাখ টাকা হতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এ ছাড়া তার বিরুদ্ধে আছে নানা ধরনের শত শত অভিযোগ। এসব অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
আবেদন কারিরা জানান, ইউপি চেয়ারম্যান তীব্র অসত ব্যক্তি ও পরসম্পদ লোভী মানুষ। চেয়াম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউনিয়নের কাবিখা, কাবিটা, এলজিএসপি, জলবায়ু ট্রাষ্টসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরো বলেন, এক জন জনপ্রতিধি সবার প্রিয় থাকার কথা থাকলেও চেয়ারম্যান জাকির হোসেনের আছে দুইটা আগ্নেয়াস্ত্র। তার বিরুদ্ধে তদন্ত করলে সাতক্ষীরা ও খুলনায় একাধিক বাড়ি, দুইটা দামি প্রাইভেটকার স্ত্রী মেয়ে ও জামাইয়ের নামে অবৈধ সম্পাদের সন্ধান পাওয়া যাবে বলে লিখিত অভিযোগে বলা হয়।
এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, এ বিষয়ে তার কোন মতামত নেই। যারা অভিযোগ করেছে তারাই ভালো বলতে পারবেন। জন সেবায় তিনি সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন বলে দাবি করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version