Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরে শিবির কর্মী আটক, জিহাদী বইসহ ল্যাপটপ জব্দ

নিজস্ব প্রতিনিধি : সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারের জামায়াত অফিস থেকে বিপুল পরিমাণ জিহাদী বই এবং ১টি ল্যাপটপসহ এক শিবির কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শিবির কর্মী শ্রীপুর গ্রামের ইয়াকুব লস্করের ছেলে ইসমাইল হোসেন (২১)। অভিযান পরিচালনাকারী এসআই জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকার উৎখাত ও সরকারি উন্নয়নমূলক কাজে বাঁধা প্রদানের জন্য তালতলা বাজারে জামায়াত অফিসে লোকজন জড়ো হয়েছে। এরপর আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীরের নির্দেশে এএসআই কবীর হোসেন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমরা জামায়াত অফিসে অভিযান পরিচালনা করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ২০ জনের মত নাশকতাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা ঘটনাস্থল থেকে ইসমাইলকে ল্যাপটপসহ গ্রেফতার করি। এরপর তল্লাসি চালিয়ে অফিস থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসমাইলসহ ৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আশাশুনি থানায় ২২(৭)২০নং একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিচারার্থে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version