জুলাই ৯, ২০২০
পীর আম্মার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন নলতা রওজা শরীফের খাদেম
শেখ শাওন আহমেদ সোহাগ: চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরার কালিগঞ্জের নলতা পাক রওজা শরীফের খাদের আলহাজ্জ্ব মৌলভী আনছার উদ্দিন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে নলতা শরীফ প্রাঙ্গণে জানাজা শেষে পীর আম্মার মাজারের পাশেই তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, সহকারী উপজেলা কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনসহ দেশ/ বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৌলভী আনছার উদ্দিন অনন্তলোকে গিয়েও প্রমাণ করে গেলেন তিনি কত মহৎ ছিলেন। করোনা সংক্রমণ রোধে আগে থেকেই জানাজায় এবং দাফনের সময় মানুষকে আসতে বারণ করা হয়েছিল। কিন্তু শোকার্ত মানুষকে থামানো যায়নি। শোকার্ত মানুষের আর্তনাদ ও আহাজারিতে শেষ বিদায়ের শ্রদ্ধায় যেন সেই স্বীকৃতি দিল তাকে। প্রসঙ্গত: করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৭ জুলাই) বেলা ৩ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পীর-এ-কামেল হযরত শাহ্সূফী আলহাজ্জ্ব খান বাহাদুর আহছান উল্লার (র.) পাক রওজা শরীফ’র খাদেম আলহাজ্জ্ব মৌলভী আনছার উদ্দীন। মানব সেবায় নিজেকে উৎসর্গকারী আনছার উদ্দিন উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মরহুম আলহাজ্জ্ব এজাহার হোসেনের ছেলে। তিনি কিশোর বয়স থেকেই পীর-এ-কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর খাদেম ছিলেন। সদা হাস্যজ্জল, নির্লোভ, সদালাপী, নিঃস্বার্থ সেবক, কল্যাণকামী এ মহা-মনীষী ছিলেন আলোকিত নলতা শরীফের অন্যতম রূপকার। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামজুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী, সাবেক নৌ-সচিব মো. আবদুস সামাদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামসহ দেশ বিদেশের আহ্ছানিয়া মিশন সমূহের অনুরাগী ও কর্মকর্তাবৃন্দ। 8,471,309 total views, 2,925 views today |
|
|
|