Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় নীলিমা ইকোপার্কে জলবায়ুর পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় পাটকেলঘাটা কপোতাক্ষ নীলিমা ইকোপার্কে বনায়ন কার্যক্রমের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় বিভাগীয় বন কর্মকর্তা বন সংরক্ষণ সামাজিক বনাঞ্চল যশোরের মোল্যা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজামান, সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা অমিতাভ মন্ডল, সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মারুফ বিল্লাহ, তালা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, পাটকলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলায় সামাজিক বনায়নের লক্ষে চারা রোপণ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version