Site icon suprovatsatkhira.com

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত ও সুনাম নষ্ট করতে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
সুদূর রাজনৈতিক পরিচিতির বাইরেও শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত মুজিবর রহমান আজীবন কাজ করছেন শিক্ষা ও সমাজের উন্নয়নে।

সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণে নিজ এলাকাসহ গোটা দেবহাটা উপজেলাতে মুজিবর রহমান অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। দেবহাটা উপজেলাতে শত ভাগ বিদ্যুতায়নের রুপকার তিনি। উপজেলার বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহু রাস্তা ইটসোলিং ও কার্পেটিংয়ের ব্যবস্থাও করেছেন তিনি। যারই ধারাবাহিকতায় মুজিবর রহমান নেতা-কর্মীদের ভোটে পরপর দুই বার নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সর্বশেষ নির্বাচিত হয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

দীর্ঘ রাজনৈতিক জীবন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ শীর্ষ নেতৃত্বের লড়াই নিয়ে একাধিক প্রতিপক্ষও রয়েছে তার। এসব প্রতিপক্ষরা তাকে সরিয়ে তার স্থানটি দখলের জন্য বর্তমানে সীমাহীন ষড়যন্ত্র, অপপ্রচার ও নোংরা খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন মুজিবর রহমান।

সম্প্রতি দেবহাটায় খুন হওয়া ইজিবাইক চালক মনিরুল হত্যাকান্ডে তাকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে মুজিবর রহমান বলেন, ইজিবাইক চালক মনিরুল হত্যার প্রকৃত ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে আমাকে ফাঁসানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। মূলত ওই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সীমাহীন অপপ্রচারসহ ওই প্রতিপক্ষদের ইন্ধনে হত্যার ঘটনায় আমাকে জড়াতে নানা কাল্পনিক তথ্য সংবলিত মিথ্যা খবর আমার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশ করা হচ্ছে। যাতে করে আমি জনপ্রিয়তা হারিয়ে ফেলি এবং প্রতিপক্ষরা আমার স্থানটি দখল করতে পারে সেই ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে।

মনিরুল হত্যাকান্ডের মূল রহস্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের দাবি করে মুজিবর রহমান আরো বলেন, বর্তমানে ওই হত্যাকান্ডের বিষয়টি পুলিশ অতি সুক্ষভাবে তদন্ত করছে। ইতোমধ্যেই ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন, তার প্রেমিক সাইদুর রহমান রাজু ও রমজান আলী নামের তিনজনকে আটক করেছে পুলিশ।

যারা পুলিশের জিজ্ঞাসাবাদে এবং মহামান্য আদালতে মনিরুলকে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তবুও অদ্যবিধ আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে সীমাহীন ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি জনসাধারণ, দলীয় নেতা কর্মী ও আইনের প্রতি আস্থাশীল। মানুষের দোয়া ও ভালোবাসা আমার সাথে রয়েছে, নিশ্চয়ই প্রতিপক্ষদের অব্যাহত সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মনিরুল হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচিত বলেও আমি বিশ্বাস করি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version