দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় গরুতে পাট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতরা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহতের স্বজনরা জানান, দেবহাটা উপজেলার খাসখামার এলাকায় সদর উপজেলার মাহমুদপুর গ্রামের নেছারুল্লার পুত্র দেদন (৪৫) পাট রোপণ করে। শুক্রবার বিকাল ৪টার দিকে পাট ক্ষেতে খাসখামার এলাকার লোকমান সরদারের পুত্র সিরাজের গরু প্রবেশ করে পাট খায়। এসময় দেদন দেখতে পেয়ে গরুটিতে মারপিট করে রক্তাক্ত করতে থাকে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে প্রতিবাদ করলে দেদন সেখান থেকে বাড়িতে চলে যায়।
পরে দেদনের নেতৃত্বে বিকাল সাড়ে ৫টারদিকে কয়েকটি ভ্যান যোগে দেশীয় অস্ত্র শস্ত্র সহ ২৫/৩০ জনের একটি বাহিনী খাসখামার এলাকার লোকজনের উপর হামলা চালায়। এতে খাসখামার এলাকার মৃত অজেদ আলীর পুত্র রিপন লস্কার (৩৩), খালেক সরদারের পুত্র মনিরুল ইসলাম (২৪) ও জহিরুল ইসলাম (২৮), জিয়াদ সরদারের পুত্র কামরুল ইসলাম (৩২) ও একরামুল সরদার (২৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে, স্থানীয়রা প্রাথমিক ভাবে দেদন ছাড়া কাউকে শনাক্ত করতে পারেনি।
এদিকে, দেদনের বাড়ি সদর উপজেলাতে হওয়াতে তার ফোন নাম্বার না পেয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।