Site icon suprovatsatkhira.com

দেবহাটার সরকারি কেবিএ কলেজের অফিস সহকারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অফিস সহকারী নূর মোহাম্মদ (৫১) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতের পুত্র নাসিম হাসান জানান, দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের আব্দুল আলী গাজীর ছেলে নূর মোহাম্মদ ব্যক্তিগত প্রয়োজনে ১২ জুলাই রবিবার বেলা ২ টার দিকে বাড়ি থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা সড়কের সখীপুর লাইট হাউজ সিনেমা হলের সামনের একটি দোকানে স্যানিটারি মাল কিনতে যান। সে সময় দোকানের স্যানিটারি মালামাল নামানোর জন্য দাঁড়িয়ে থাকা বগুড়ার একটি মালবাহী ট্রাক (যার নম্বর বগুড়া-ট ১১১৪৬২) এর স্টাফরা আশপাশ না দেখে হঠাৎ পিছনের ডালা খুললে পাশ দিয়ে যাওয়া অফিস সহকারী নূর মোহাম্মদ ঘাড়, পিঠ সহ মেরুদÐে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকের স্টাফদের উপর চড়াও হয়ে কিছু জরিমানা আদায় করে এবং গুরুতর অসুস্থ নূর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যান।

তবে গুরুতর দুর্ঘটনায় সময় নূর মোহাম্মদ এর কাছে থাকা ব্যবহৃত মোবাইলটি (যার মধ্যে বাংলালিংক সিম ০১৯২৭-৪০২০১৩ এবং যশোর শিক্ষা বোর্ডে ব্যবহৃত সিম ০১৩০৯-১১৮৬৪২) পড়ে হারিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও এখনও মোবাইলের খোঁজ পাওয়া যায়নি। এদিকে জেলায় এ ধরনের সমস্যার ভাল চিকিৎসা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রæত ঢাকায় নেওয়া হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী আহতের ছেলে নাসিম হাসান।

তবে এ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট ট্রাক কর্তৃপক্ষ বা অন্য কোনো পক্ষের অবহেলা থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নূর মোহাম্মদের পরিবার, তার শুভাকাক্সক্ষী ও সরকারি খানবাহাদুর কৎর্পক্ষ সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া অফিস সহকারী নূর মোহাম্মদের দ্রæত সুস্থতা কামনা করে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ সহ কলেজ শিক্ষক পর্ষদ, সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছেন এবং তার দ্রæত সুস্থতা কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version