জুলাই ২২, ২০২০
তুচ্ছ ঘটনায় মিথ্যা মামলা: কালিগঞ্জে শিক্ষকসহ দু’জন কারাগারে প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : পাশাপাশি দু’গ্রামের মধ্যে প্রীতি ফুটবল খেলায় তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মিথ্যা চাঁদাবাজি, ছিনতাই ও মারপিটের মামলায় এক স্কুল শিক্ষকসহ দু’জন আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ^রপুর গ্রামে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এবং মামলাবাজদের হয়রানির প্রতিকার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারী শিশুসহ সর্বস্তরের এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ঘটনার প্রত্যক্ষদর্শী মহশে^রপুর গ্রামের মৃত সোহরাব শেখের ছেলে শেখ আব্দুল আজিজ (৪০) ও নুরুল গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) জানান, গত ১৪ জুন মহেশ^রপুর ফুটবল মাঠে পার্শ্ববর্তী মুড়াগাছা গ্রামের সাথে প্রীতি ফুটবল খেলায় মুড়াগাছা গ্রামের রেফারি গোলাম রব্বানী তার গ্রামের পক্ষ নিয়ে অফসাইডে হওয়া গোলের সিদ্ধান্ত দিলে বাদানুবাদ সৃষ্টি হয়। বিতর্কিত গোল মেনে নিয়ে উভয় দলের সম্মতিতে রেফারি পরিবর্তন করে পুনরায় খেলা শুরু হলে ইচ্ছাকৃতভাবে মুড়াগাছা দলের খেলোয়াড় জাহাঙ্গীর (২৩) ও ওই গ্রামের দর্শক বায়েজিদ (১৮) নতুন দায়িত্বপ্রাপ্ত রেফারি মোমেন গাজীর সাথে বারবার অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি মারধর করতে উদ্যত হয়। এ নিয়ে আবারও উভয় গ্রামের দর্শকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। অপরদিকে, মুড়াগাছা গ্রামের রজব আলী গাইন তার ছেলে ফজলুর রহমানকে মারপিট করে টাকা ছিনতাই ও চাঁদা দাবিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে গত ২২/০৬/২০২০ তারিখে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয় যার নম্বর: ২৬। মামলায় বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হওয়া ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান (২৫), বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক (৩০), উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) আরিফ বিল্যাহকেও আসামি করা হয়েছে। পরবর্তীতে মামলার আসামিরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ১নং আসামি মহেশ^রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩০) ও ৬নং আসামি স্কুল শিক্ষক আরিফ বিল্লাহ (৩২) এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এরপরও মুড়াগাছার হামলাকারীরা অব্যাহত ভাবে হুমকি ধামকি প্রদর্শন করে চলেছে। এমতাবস্থায় ধলবাড়িয়া ইউপি’র ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর শেখ আব্দুস সাত্তারসহ মহেশ^রপুর গ্রামের শত শত নারী পুরুষ মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা প্রকৃত ঘটনা উদ্ঘাটন পূর্বক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন। 8,962,844 total views, 18,594 views today |
|
|
|