Site icon suprovatsatkhira.com

তালায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

তালা প্রতিনিধি : তালায় ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্প” ৮ম ব্যাচের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিউটিফিকেশন ও বøক বাটিক দু’টি ট্রেডে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে উক্ত চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, বিউটিফিকেশন প্রশিক্ষক পপি বিশ্বাস, মারুফা আক্তার প্রমুখ। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. ফখরুল কবিরের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ৫০ প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version