Site icon suprovatsatkhira.com

তালায় ফায়ার সার্ভিস স্টেশনের জায়গা নির্ধারণ

তালা প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মিত হতে যাচ্ছে। সোমবার (২৭ ফেব্রæয়ারি) সকালে তালা পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী স্থানে ফায়ার সার্ভিস স্টেশনের জন্য প্রস্তাবিত স্থান সংবলিত সাইনবোর্ড স্থাপন করেছেন কর্তৃপক্ষ। দ্রæত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধীনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয় (তালা-কলারোয়া-১) সংসদ সদস্য, অ্যাড. মুস্তফা লুৎফল্লাহ ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি অনেক দূর এগিয়ে যায়। খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন, জেলা ফায়ার সার্ভিস স্টেশন এর উপ-পরিচালক স্থানীয়দের সাথে নিয়ে সদরের পেট্রোল পাম্প এলাকায় স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, তালায় বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য জায়গা নির্ধারিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তালা-কলারোয়ার সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানায়। তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, তালার মানুষের সময়ের দাবি পূরণ হতে যাওয়ায় তালাবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version