মাগুরা (তালা) প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে মাগুরায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় মাগুরা ইউনিয়ন পরিষদ হলরুমে তালা থানা পুলিশের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মাগুরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি গনেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাগুরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, ইউপি সচিব তানিয়া আখতার, গ্রাম পুলিশ আব্দুল রাজ্জাক, সঞ্জয় সরকার, তুষার দাশ, ইউনিয়ন পরিষদ সদস্য শেখ মইনূর ইসলাম রাজ্জাক বিশ্বাস সমীরন সরকার আনছার আলী তানিয়া বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।