নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, ঝাউডাঙ্গা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ঝাউডাঙ্গা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য সরদার আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সরদার আব্দুল মজিদ বুধবার (২২ জুলাই) অনুমান দিবাগত ভোর ৪টায় ঝাউডাঙ্গাস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে সরদার আব্দুল মজিদ এর মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। শোক প্রকাশের পাশাপাশি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহŸান জানিয়েছেন এমপি রবি।