স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ঝাউডাঙ্গা কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল মজিদ(৭৪) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ…..রাজিউন)। বুধবার (২২ জুলাই) ভোর রাত সাড়ে ৩ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উত্তর পাথরঘাটা গ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন হোসেন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন পলি, রাজু ঘোষ, শাহারিয়া হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এদিকে তার মৃত্যুতে জেলাব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।