Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় ইয়াবা কারবারি আটক

স্টাফ রিপোর্টার : বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের অভিযানে ১শ’ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মো. বাবুল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ঝাউডাংগা চেক পোস্টে যাত্রীবাহী ভ্যান তল্লাশী করে উক্ত মাদকসহ একজনকে আটক করেন। আটকৃতের নাম মো. সাইফুল ইসলাম (৩৩)। সে কলারোয়ার বাকশা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে। আটককৃত ইয়াবার মূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি সূত্র। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version