জুলাই ২২, ২০২০
জয়নগরে প্রথম করোনা রোগী শনাক্ত বাড়ি লকডাউন
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার জয়নগর ইউনিয়নের নিলকণ্ঠপুর গ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ওই গ্রামের মিজানুর সরদারের ছেলে রাজিব সরদার (২৮)। তিনি সম্প্রতি (ঘঝও) গোয়েন্দা সংস্থায় চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমúেøক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে কলারোয়া থানা পুলিশের নির্দেশনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করেছে গ্রাম পুলিশের সদস্যরা। জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু জানান, ‘গ্রাম পুলিশ পাঠিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। যেহেতু জয়নগর ইউনিয়নে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাই ইউনিয়ন বাসির প্রতি আহŸান করছি সবাই যেন আরও বেশি সচেতন হয়ে চলে এবং ঘরের বাইরে বের হলেই যেন সবাই বাধ্যতা মূলক মাস্ক পরে। এছাড়া বাইরে চলাচল বা ঘরের বাইরে আসলেই যেন বসাই সামাজিক দুরত্ব বজায় রাখে। এছাড়া তিনি সন্ধ্যা ৭ টার পরে ইউনিয়নের কেউ যাতে বাজারে না থাকে সেজন্য ইউনিয়নবাসীর প্রতি বিশেষ অনুরোধ করেছেন। ইউপি চেয়ারম্যান জানান, ‘আক্রান্ত ব্যক্তির জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক সাহায্য পাঠানো হবে। সেই সাথে ইউএনও উপজেলা চেয়ারম্যান লকডাউনরত পরিবারটির পাশে থাকবেন বলে জানিয়েছেন’। 8,638,188 total views, 3,187 views today |
|
|
|