জুলাই ১৩, ২০২০
জেলা পরিষদের উদ্যোগে মুন্সিগঞ্জে নগদ অর্থ বিতরণ
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট মিলনায়তনে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দুস্থ ও অসহায় ২শ’ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১০ নং ওয়ার্ডের সদস্য ডালিম কুমার ঘরামীর সভাপতিত্বে উক্ত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা শিল্পী রানী মৃধা, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী আসিফ এহসান। এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবিদ হাসান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোড়ল, মানবিক বাংলাদেশ সোসাইটি শ্যামনগর উপজেলা শাখার আহŸায়ক গৌতম কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। 8,957,987 total views, 13,737 views today |
|
|
|