জুলাই ২৯, ২০২০
জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
রাকিবুল ইসলাম : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এবং বন্যা কবলিতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতক্ষীরার তিনটি উপজেলা হাসপাতালে বিতরণের জন্য বুধবার (২৯ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নিকট এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী শিমুন শামস্, জেলা যুবনেতা ও সাবেক ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ, যুবনেতা ও সাবেক ছাত্র নেতা আব্দুল্যাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি মিঠুন ব্যানার্জী, ছাত্র নেতা আশিক রেজা অপু, সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও হাসপাতালের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ জানান, ‘জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে, ঘূর্ণিঝড় আম্পানে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ঈদ উপহার হিসেবে পাঠিয়েছেন। আমরা এখন তিনটি উপজেলা কলারোয়া, সাতক্ষীরা সদর ও আশাশুনির জন্য তা পেয়েছি। পর্যায়ক্রমে অন্য উপজেলা গুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ঈদ উপহার আমরা জেলা আওয়ামী লীগ পৌঁছে দেব। আমি আমার নেত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সেই সাথে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জেলা বাসীকে। সবাই নিরাপদ থাকুন, নিজে বাঁচুন, সামাজিক দূরত্ব বজায় রেখে সকল জরুরী কাজ সম্পন্ন করুন’। 8,470,864 total views, 2,480 views today |
|
|
|