নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দু’জন স্বাস্থ্য-কর্মীসহ নতুন করে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (০৩ জুলাই) সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১শ’ ৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলায় শুক্রবারের করোনা রিপোর্টে নতুন করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার রওশানারা, শহরের মুন্সিপাড়া এলাকার তপু, শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার রেবেকা, একই এলাকার মোহনা, শহরের সুলতানপুর এলাকার স্বপ্না, শহরের কাটিয়া এলাকার অরিসিন কবির, শহরের সুলতানপুর এলাকার সঞ্জয় কুমার, শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার রফিকুল ইসলাম, শহরের মুন্সিপাড়ার সালমা পারভীন, সদর উপজেলার আলীপুর এলাকার রাশিদুল আলম, তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার সুশান্ত, তালা উপজেলা সদরের সাজেদা খাতুন, খেশরা এলাকার আকরাম হোসেন ও দেবহাটা উপজেলার আমিরুল ইসলাম।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ‘জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে, তাদের মধ্যে দুইজন স্বাস্থ্য-কর্মী আছে। এছাড়া আজ পর্যন্ত জেলায় ১শ’ ৯১ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট সুস্থ হয়েছেন ৯৩ জন’।