জুলাই ২৬, ২০২০
চন্দনপুর ইউপি চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ
জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া প্রতিনিধি : জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুলকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) দুপুরে চন্দনপুর ইউনিয়ন পরিষদে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ভুক্তভোগী চেয়ারম্যান মনিরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের পুত্র। আওয়ামী পরিবার সন্তান। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। স্বাধীনতার পর সর্ব প্রথম আমিই আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নির্বাচনের পর থেকেই স্থানীয় একটি কুচক্রী মহল জামায়াত-বিএনপির সাথে আতাঁত করে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। কিন্তু তাতেও লাভ হয়নি ইউনিয়নে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এপর্যন্ত ওই মহলের পক্ষ প্রায় ১৩৫ টি অভিযোগ বিভিন্ন দপ্তরে দায়ের করেছে। এতেও আমাকে আটকাতে না পেরে ওই মহলটি আরো ক্ষিপ্ত হয়ে আমার সামাজিক সুনাম নষ্ট করতে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা অব্যাহত রাখে। 8,637,574 total views, 2,573 views today |
|
|
|