জুলাই ৭, ২০২০
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা পৌর মেয়র ডাক্তারসহ ২৭ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার পৌর মেয়র ও ডাক্তার সহ জেলায় ২৭ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২শ’ ৪২ জনে। এর মধ্যে সম্প্রতি ৪ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং জেলায় মোট সুস্থ হয়েছেন ১শ’ ১ জন। মঙ্গলবার (০৭ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, শহরের কাটিয়া এলাকার ডা. নাজিয়া, সিআইডি মো. এনামুল হক, সুলতানপুর এলাকার আমির হোসেন, পুলিশ লাইনস এলাকার গোলাম হোসেন, কামালনগরের হাফিজুর রহমান, রাজার বাগান এলাকার ফাতেমা, সুলতানপুরের আবুল বাশার, নাজমা খাতুন, খুলনা রোড মোড় এলাকার মাসুম বিল্লাহ, কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার মো. ফজলুর রহমান, কুশখালি এলাকার শাহিন, কলারোয়া উপজেলার মুরারিকাটী এলাকার আব্দুল মজিদ, একই এলাকার শেখ ইমরান হোসেন, তুলশিডাঙ্গা এলাকা মামুন ইসলাম, কলারোয়া পৌর সদরের লিপিয়া খাতুন, দেয়াড়া এলাকার আজিজুল ইসলাম, নাকিলা এলাকার আফরোজা বিলকিস, শ্যামনগর উপজেলার মফিজুর রহমান, মিজানুর রহমান, মনিরুজ্জামান, চান্নু মিয়া, বংশীপুরের রমজান আলী, একই এলাকার আব্দুল হান্নান, আবু হেনা, নকিপুরের মনিরুল ইসলাম ও রাজু। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। 8,471,284 total views, 2,900 views today |
|
|
|