Site icon suprovatsatkhira.com

খাজরায় ৯৮জন মৎস্যজীবীর মাঝে চাল বিতরণ

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জাটকা নিধন ও বিক্রয় থেকে বিরত আছেন স্থানীয় জেলেরা। নদীতে রেনু পোনা ধরতে না পারায় সংসার চালাতে তাদের হিম শিম খেতে হয়। এ অবস্থায় আর্থিক সংকট চলাকালীন সময়ে নতুন নিবন্ধিত জেলেদের মাঝে ৫৬ কেজি করে সরকারি চাউল বিরতন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল।

এ সময় ইউপি সদস্য সাইফুল ইসলাম, উত্তম মন্ডল, খাজরা ইউনিয়ন ভূমি সহকারী আব্দুল গনি, আনারুল ইসলাম, সুবোধ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল জানান, ইউনিয়নে নতুন তালিকাভুক্ত ৯৮ জন মৎস্যজীবীদের মাঝে এ সরকারি ৫.৪৮৮ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version