খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প হতে খাজরা ইউনিয়নে দফাদার গ্রাম পুলিশদের মাঝে মার্চ হতে জুনের ৯ তারিখ পর্যন্ত সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে সম্মানী ভাতার টাকা প্রদান করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল মোড়ল। এ সময় ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, ইউপি সদস্য সাইফুল ইসলাম (বাচ্ছু), তহমিনা খাতুন, গ্রাম আদালত সহকারী শহিদুল ইসলাম, উত্তম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ১জন দফাদার ও ৯জন গ্রাম পুলিশের মাঝে ৬হাজার ৬শ’ ৬০টাকা প্রদান করা হয়।
এ বিষয়ে ইউপি সচিব বিশ্বজিত ঘোষ বলেন, যদি ইউনিয়নের কোন স্থানে গ্রাম আদালতের এখতিয়ার সম্পন্ন অপরাধ সংগঠিত হয় তা হলে থানায় বা কোর্টে না যাওয়ার পরামর্শ দিয়ে গ্রাম আদালতে অভিযোগ করার জন্য পরামর্শ প্রদান করলে আমরা গ্রাম আদালতকে আর এগিয়ে নিয়ে যেতে পারব।
খাজরায় গ্রাম আদালত প্রকল্প হতে ভাতা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/