জুলাই ২৬, ২০২০
খলিষখালীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে খলিষখালীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় খলিষখালী ইউনিয়ন পরিষদের চত্বরে পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন, খলিষখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সমির দাশ, খলিষখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিখিল কুমার বিশ্বাস। এ সময় পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণ কুমার, এ এস আই নিজাম উদ্দীন, রফিকুল ইসলাম, কুতুবউদ্দীন, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাশ, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি শুনিল কুমার দে সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,572,234 total views, 4 views today |
|
|
|