জুলাই ৪, ২০২০
কৃষ্ণনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদ মেহেদী। শুক্রবার (০৩ জুলাই) বিকাল ৫ টায় মাদরাসা পরিদর্শনকালে নতুন মসজিদ নির্মাণ করার জন্য হবে জমি নির্ধারণ ও মাদ্রাসায় কয়েকটি ফ্যানের ব্যবস্থা করে দেন। উল্লেখ্য, সাতক্ষীরা জেলার দাখিল ও জেডিসির পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠান কৃষ্ণনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই মাদ্রাসায় প্রায় ৪শ’ ৫০ জন ছাত্র-ছাত্রী আছে। মাদ্রাসা পরিদর্শনকালে কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আনছার উদ্দীন, অত্র মাদ্রাসা সদস্য সচিব মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আহমদ সুরুজ, সাবেক ইউপি সদস্য হাবিল্লাহ বাহার, আব্দুর রহমান মোল্লা, আ: রাজ্জাক বিডিআর (অব.), মাও. আয়ুব হোসেন, ইউপি সদস্য সাইফুর রহমান, আ: আজিজ মোড়ল, আ: আজিজ গাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,962,918 total views, 18,668 views today |
|
|
|