জুলাই ২৩, ২০২০
কৃষ্ণনগরে ভিজিএফ এর চাউল বিতরণ
কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৩ টা থেকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮শ’ ৩০টি পরিবারে ও ৪নং ওয়ার্ডের নেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪শ’ ৯২টি পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ডের টেক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর জামান। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন, ৪,৫,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামলী রানী বাপ্পী, আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি জোনাব আলী, ইউপি সদস্য জাবেদ আলী, হাফিজুর রহমান, আশুতোষ কুমার, মিজানুর রহমান, আমিনুর রহমান প্রমুখ। উল্লেখ্য কালিগঞ্জ উপজেলায় প্রথম কৃষ্ণনগর ইউনিয়নের মানুষ চাউল পাচ্ছে। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়নের ঈদুল আজহার বোনাস ১০ কেজি চাউল পাচ্ছেন ৬ হাজার ৪শ’ টি পরিবার। 8,956,823 total views, 12,573 views today |
|
|
|