কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : সামাজিক দূরত্ব বজায় রেখে দেবহাটা উপজেলার কুলিয়ায় ‘ঢ়বহহুধঢ়ঢ়বধষ’ এর অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে ৪৬ জন দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: আ: কাদেরের সঞ্চালনায় কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের দুস্থ এতিম ছেলেমেয়েদের মাঝে চাউল ৩৫কেজি, মুসুরের ডাল ২ কেজি, সয়াবিন তেল ২লিটার, কলা ২কেজি, আপেল ১কেজি এবং ৩০টি মুরগির ডিম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। এসময় ঢাকা আহছানিয়া মিশনের কুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: শাহিন, ডা: তোজাম্মেল হক (মিনু), সিডিপি কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদস্য মহিউদ্দীন সরদার (লাল্টু) ও বিশিষ্ট টাইলস ব্যবসায়ী এস.এম মজনুর রহমান উপস্থিত ছিলেন প্রমুখ। এছাড়া ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়নের ১০০ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।