Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা পরিষদ অনলাইন স্কুলের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ‘‘আর নয় করোনার ভয়, অনলাইনে শিক্ষাকে করব জয়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘‘কালিগঞ্জ উপজেলা পরিষদ অনলাইন স্কুল’’ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইন স্কুলের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াজেদ আলী, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার, ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব ঘোষ, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আলী, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিজ্ঞ সহকারী শিক্ষকবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version