Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ৪ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মা-মেয়েসহ আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ২ জুলাই করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলে তাদের মধ্য থেকে শুক্রবার (১০ জুলাই) চারজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে আক্রান্তরা হলেন, নলতা গ্রামের এসএম আসাদুর রহমানের স্ত্রী মাহরুবা (৪৫), মেয়ে সামিয়া রহমান (২৪), তারালী গ্রামের অজিত বিশ^াসের ছেলে মৃণাল বিশ^াস (২৯), চাম্পাফুল ইউনিয়নের গেওরাখালী গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে মজিদ সরদার (৫০)। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট ৪৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ হয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version