Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীসহ ৪ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্বাস্থ্য সহকারীসহ চারজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ৯ জুলাই করোনা পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে শনিবার (১১ জুলাই) চারজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
তারা হলেন, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ঈমান আলী গাজীর ছেলে স্বাস্থ্য সহকারী সোলায়মান হোসেন (৫৭), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের সাইদুজ্জামানের ছেলে ওমর ফারুক (২৪), নলতা ইউনিয়নের পূর্ব পাইকাড়া গ্রামের শওকত কারিকরের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাবুল হোসেন (৩৭)। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট ৫১ জনের করোনা রিপোর্ট পজেটিভ হয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version