Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। এসময় নন-এনপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৬ টি কলেজ ও ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬ জন শিক্ষক, কর্মচারীর মধ্যে প্রতি শিক্ষককে ৫ হাজার এবং কর্মচারীদেরকে ২ হাজার ৫শ’ টাকা করে অনুদান প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version