নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে তিন ব্যাংক কর্মকর্তাসহ ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১৫ জুলাই ৩৬ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিপিআর ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে বুধবার (২৩ জুলাই) ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার কর্মকর্তা ইমদাদুল হক (৩৩), শেখ মিকরুল হাসান (৪৬), আবু মুসা (৩৫), উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর এলাকার জিয়াউর রহমান (৪৪), দক্ষিণ শ্রীপুর এলাকার জামাল উদ্দিন (৪৫), তারালী ইউনিয়নের গোলখালি এলাকার রওশান আলী (৫১), ভাড়াশিমলা এলাকার আব্দুল খালেক (২৮), একই এলাকার ইব্রাহিম গাজী (৫০), কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার শিরিনা পারভীন (৪৮), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা এলাকার শামীম আলম (২৮), ভাড়াশিমলা ইউনিয়নের শ্বরাপদ্বীপুর এলাকার জি এম হাফিজুর রহমান (৫০), তারালী ইউনিয়নের বরেয়া এলাকার আরিজুল ইসলাম (৪৬), নলতা এলাকার আলী হাসান (২১), মৌতলা এলাকার মীর হোসাইন (৩০), তারালী এলাকার রওশান আরা (৫৯), কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার সায়েরা (১৮), শাহিনা (৪১), শাহানারা (৬৩) ও আমেনা খাতুন (২০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, উপজেলা থেকে এ পর্যন্ত ৩৪০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এরমধ্যে করোনা পজিটিভ হয়েছে ১১৯ জনের।