নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অল্পনা রাণী সরকার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের রবিন সরকারের স্ত্রী।
নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জের ধরে অল্পনা রাণী সরকার মঙ্গলবার অনুমান রাত ১ টার দিকে পরিবারের সকলের অগোচরে বসত ঘরের আড়ার সাথে শাড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে থানার উপ-পরিদর্শক চিন্ময় কুমার মন্ডল জানান, অল্পনা রাণী সরকারের মৃত্যুটি রহস্যজনক। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।