নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ ছকিনা খাতুন (৩৮) নামে এক নারী আটক হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামের হাসানুর পিয়াদার স্ত্রী। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাঘুরালি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২শ’ গ্রাম গাঁজাসহ ছকিনা খাতুনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।