জুলাই ৫, ২০২০
কালিগঞ্জে কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে কাবিখা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার। রবিবার (৫ জুলাই) সকালে তিনি উপজেলার নলতা ইউনিয়নে অবস্থিত নলতা পলিটেকনিক কলেজ মাঠ ৮০ মে:টন গমের কাজ পরিদর্শন করেন। এরপর খাজাবাড়িয়া নবাব কারিকরের বাড়ি হতে আনছার কারিকরের বাড়ির অভিমুখ পর্যন্ত ৭ মে: টন গমের কাজ পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। পরবর্তীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ধলবাড়িয়া হান্নানের ঘের হতে গাজীকাটি পর্যন্ত রাস্তা সংস্কারে জন্য বরাদ্দকৃত সাড়ে ৬ শ’ মে: টন গম এর কাজ পরিদর্শন করেন। এছাড়াও রতনপুর মলেঙ্গা গ্রামে আবু হাসানের বাড়ির পাশ হতে রফিক বেলের বাড়ি পর্যন্ত ৬ মে:টন গমের রাস্তা সংস্কার কাজসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আলম প্রমুখ। 8,953,886 total views, 9,636 views today |
|
|
|