Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের সচেতনতামূলক প্রচারণা

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের উদ্যোগে গণ-সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় উপজেলার নলতা বাজারে প্রচারণার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের নির্দেশনায় ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রচারণায় অংশগ্রহণ করেন উপজেলা করোনা এক্সপার্ট টিমের সদস্য কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, করোনা এক্সপার্ট টিমের নলতা লিডার আবু হাসান, ভাড়াশিমলা ইউনিয়ন টিম লিডার রিয়াজউদ্দীন, তারালী ইউনিয়ন লিডার আবু রায়হান, রিপোর্টার আবু রায়হান সহ করোনা এক্সপার্ট টিমের ৬০ জন সদস্য। নলতা বাজারে সচেতনতা মূলক মহড়ায় যাত্রী সাধারণ, বাজারের ক্রেতা বিক্রেতাগণকে করোনা প্রতিরোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version