নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সুরমান আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি আশাশুনি উপজেলার বসুখালি এলাকার বাসিন্দা। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ৩ টার দিকে করোনা উপসর্গ নিয়ে সুরমান আলীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী সুরমান আলীর রক্তে অক্সিজেন এর পরিমাণ ৫৫ ভাগেরও নীচে ছিল বলে জানান তিনি।