Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের নলতা শরীফের খাদেমের সহকারীসহ ১০ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কালিগঞ্জের নলতা শরীফের খাদেম মরহুম আলহাজ্জ্ব মৌলভী আনছার উদ্দিনের দুই সহকারীসহ ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ২৯ জুন ২১ জনের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নলতা শরীফের খাদেম মরহুম আলহাজ্জ্ব আনছার উদ্দিনের সহকারী নলতা ইউনিয়নের রোজিনা বিলকিস (৫০) ও মাসুম বিল্লাহ (২৩)।

এছাড়াও উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী রাফিজা খাতুন (৩০), একই ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আফাজতুল্লাহ’র ছেলে সাইদুল ইসলাম (২৭), কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারি ইমদাদুল হক (৪৮), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিস্ট কিশোর কুমার (৩৮), সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফিরোজা পারভীন (৩০), তার স্বামী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আব্দুস সবুরের ছেলে মোস্তফা সোহাগ (৩৫), একই ইউনিয়নের ফতেপুর গ্রামের গৌর চন্দ্রের ছেলে অসীম বিশ্বাস (২৫) ও সুভাষ চন্দ্রের ছেলে অমিত কুমার (৩৫)।

আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান এ পর্যন্ত উপজেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আর সুস্থ হয়েছেন ১০ জন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version