মেহেজাবিন সুলতানা : কলারোয়ায় অসহায় দুস্থ মহিলাদের ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার অডিটোরিয়াম হলরুমে (২০১৯-২০) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কলারোয়ার আয়োজনে প্রশিক্ষণের সার্বিক বিষয় বাস্তবায়ন করেন উপজেলা পরিষদ। এ সময় উপজেলা প্রকৌশলী নাজমুল হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তা সৃষ্টির জন-বান্ধব সরকার। সরকার বিভিন্ন সেবামূলক নারী উন্নয়ন কাজের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ নিয়ে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন। কলারোয়া উপজেলায়ও এর বাস্তবায়ন হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবারের নারীরা একটি কাজের স্থান তৈরি করে নিতে পারছে। পাশাপাশি পারিবারিক চাহিদা মিটিয়েও তারা স্বাবলম্বী হতে পারবে’।