কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বৃষ্টির অজুহাত দেখিয়ে কাঁচা মরিচের ঝাঁজ বেড়েই চলেছে। কলারোয়া কাঁচা বাজার ঘুরে দেখা যায় যে ৩০ টাকা দরের কাঁচা মরিচের দাম এখন ১৬০ টাকা থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কলারোয়া বাজারে কাঁচা মরিচ ক্রয় করতে আসা ক্রেতা সরোয়ার হোসেন বলেন, গত কয়েক দিন আগে কাঁচা মরিচ কিনেছি প্রতি কেজি ৩০ টাকা, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ টাকা।
এত দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় ও কিছু পাইকারদের সিন্ডিকেটের কারণে বাজারে কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে। দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/