Site icon suprovatsatkhira.com

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ফের করোনা শনাক্ত

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার করোনামুক্ত হওয়া চন্দনপুর ইউনিয়ন ফের নতুন করে করোনাযুক্ত হয়েছে। গত মে মাসে চন্দনপুর ইউনিয়নে উপজেলার মধ্যে প্রথম ৬ জন করোনা শনাক্ত হয়েছিল। জুনে এই ৬ জনের সকলেই করোনা মুক্ত হন। এরপর থেকে ইউনিয়নটি করোনামুক্ত থাকলেও বৃহস্পতিবার (২৩ জুলাই) এক যুবক নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়া যুবকের নাম আজমী সাহাদত রাখি (৩৫)। তিনি চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের পূর্বপাড়ার আমিরুল ইসলামের ছেলে।

এ নিয়ে কলারোয়া উপজেলায় করোনা শনাক্ত হয়েছেন ৬১ জন। এরমধ্যে করোনা মুক্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন। বাকিরা বাড়িতে আইসোলেমনে আছেন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘কলারোয়া উপজেলা থেকে এ পর্যন্ত ৬শ’ ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসে ৫শ’ ৮৬ জনের’। এদিকে, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, ‘নতুন করে করোনা শনাক্ত হওয়া আজমী সাহাদত রাখির বাড়ি যথারীতি লকডাউন করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version