নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আফসার উদ্দিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি মারা যান। নিহত আফসার উদ্দিন কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের শহর আলীর ছেলে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মানস কুমার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ জুলাই হাসপাতালের আইসোলশেনে ভর্তি হয়েছিলেন আফসার উদ্দিন। ২০ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। বুধবার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৪ জন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/