Site icon suprovatsatkhira.com

এসডিজি-২ বাস্তবায়নে কৃষি কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা উপ-পরিচালকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : এসডিজি-২ অর্জন, করোনা কালে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে দেবহাটা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে সাতক্ষীরা খামার-বাড়ির নবাগত উপ-পরিচলকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবাগত উপ-পরিচলক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ অফিসার নূরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) জসীম উদ্দীন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, আহম্মেদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, ইউনুস আলী, মনিরুল ইসলাম, আলাউল, জাহিদ, আবুল কালাম আজাদ সহ সকল কর্মকর্তাবৃন্দ। এ সময় এসডিজি-২ অর্জন, করোনা কালে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version