জুলাই ১৪, ২০২০
এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া
নিজস্ব প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, ইসরাঈল গাজী (ভোমরা ইউপি চেয়ারম্যান), সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশু, সদর উপজেলার সদস্য সচিব আনোয়ার জাহিদ তপন, পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সাবেক যুব সংহতির সভাপতি শাখওয়াতুল করিম পিটুল, স্বেচ্ছাসেবক পার্টির আহŸায়ক কাজী আমিনুল ইসলাম ফিরোজ, জেলা যুব সংহতির আহŸায়ক আশিকুর রহমান বাপ্পি, সদস্য সচিব আবু তাহের, পৌর জাতীয় পার্টির নেতা আশরাফ আলী, জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় ছাত্রসমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কায়ছারুজ্জামান হিমেল। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. বদরুজ্জামান। শেখ আজহার হোসেন বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ১৮ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তার স্বপ্ন বাস্তবায়নে সকল নেতা-কর্মীদের সচেষ্ট থাকতে হবে। এছাড়া করোনায় জাতীয় পার্টির যে সকল নেতা-কর্মীরা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতীয় পার্টি এগিয়ে যাবে’। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং জাতীয় পার্টির পক্ষে করোনা আক্রান্ত সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সুস্থতা কামনা করেন। 8,953,093 total views, 8,843 views today |
|
|
|